প্রদীপ্ত ভট্টাচার্য্য

বিস্মৃত ইতিহাসের ঝরাপাতার পথে

প্রদীপ্ত ভট্টাচার্য্য রোগাটে ঘোড়াটা হাঁপিয়ে উঠেছে, পাথুরে পাহাড় চড়তে কার না কষ্ট হয়। ঘোড়া থেকে নেমে গাছের ছায়ায় বসে ছোকরা সাহেব। আরো চারটে পাঁচটা মালবাহী খচ্চর নিয়ে জনা দশেক অনুচরও আশেপাশে জিরিয়ে নিতে বসে, সাহেবমনিবকে লুকিয়ে চুট্টা জ্বালায় কেউ কেউ। পথ তো কম আসা হল না, দিন পনেরো আগে জ্যৈষ্ঠ মাসের প্রখর দাবদাহ মাথায় নিয়ে… Continue reading বিস্মৃত ইতিহাসের ঝরাপাতার পথে